মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪


আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: জমির দখল নিয়ে সংঘর্ষে মোকসেদ আলী নামে এক ব্যক্তি সোমবার তারই চাচাতো ভাইদের হাতে খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ চাচাতো ভাইকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় ধনিপাড়া গ্রামের মোকসেদ আলী সোমবার সকালে তার জমিতে ইরি-বোরো ধান রোপন করছিল। ওই সময় তারই চাচাতো ভাই আব্দুল জব্বার লাঠি সোটা নিয়ে সদলবলে সেখানে হাজির হয় এবং ধান রোপনে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ৭টায় মোকসেদ আলী (৭০) মারা যায়। এছাড়াও আহত ফরিদুল ইসলাম (৩২) এর অবস্থা আশঙ্কা জনক। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের পুত্র মাসুদ রানা বাদী হয়ে ৮ জনকে আসামী করে রাতেই ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল জব্বার (৫৮), আব্দুল মতিন (৫৬), আব্দুল মান্নান (৫৪), আব্দুল হান্নান (৫০) কে গ্রেফতার করে।
Ruby