মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন


আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে ঠাকুরগাঁও বড় মাঠে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ শহীদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে ফেব্র“য়ারির প্রথম প্রহরে অন্যান্যের মধ্যে পুষ্পার্ঘ অর্পন করে জেলা মুক্তিযোদ্ধা, জেলা প্রসাশক, জেলা পুলিশ সুপার, ৩০ বিজিবি ব্যাটিলিয়ার, জেলা সিভিল সার্জন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টি, জেলা জাতীয়পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাত আড়াইটা পর্যন্ত চলে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন। পরে সকাল ৬টা থেকে শুরু হয় প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন। তবে জেলা বিএনপি নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন না করে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে।

Ruby