মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

চট্টগ্রামেসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৭চট্টগ্রামের টেরিবাজারের ৭০ লক্ষ টাকার কাপড় লুট : দু ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :: দেশের বৃহত্তম পাইকারী বাজারখ্যাত চট্টগ্রাম নগরীর টেরিবাজারের ব্যবসায়ীদের ৭০ লক্ষ টাকার কাপড় লুটের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ডাকাতরা গ্রেফতার হলেও  গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো লুন্ঠিত মালামাল উদ্ধার করা যায়নি। এর আগে গত ৩১ মার্চ রাতে নরসিংদী থেকে আসার পথে ৭০ লাখ টাকার ট্রাক ভর্তি ৩২ গাইড বিভিন্ন প্রকারের কাপড় নারাগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগদাপাড়ায় ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা (নং-০২/১৮৭) দায়ের করা হয়। কাপড় লুটের ৬দিনের মাথায় গত ৭ এপ্রিল সোনারগাঁও থানা পুলিশ ওই এলাকা থেকে মঈনুল ইসলাম ও শেখ সোহেল নামে দুই ডাকাতকে গ্রেফতার করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁওথানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশিদ বলেন, দু ডাডাতকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদের জিজ্ঞাসাবাদ চলছে অ আশা করছি লুন্ঠিত মালামাল ফেরত পাওয়া যাবে। যোগাযোগ করা হলে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, পরিকল্পিতভাবে মালামালগুলো ডাকাতি করা হয়েছে। দু’জন ধরা পড়েছে। আশা করছি মালামাল উদ্ধার করা যাবে।

প্রসঙ্গত এর আগে টেরিবাজার বাজার ব্যবসায়ীরা গত ৫এপ্রিল কাপড় লুটের ঘটনায় দু ঘন্টা নিজ নিজ প্রায় ২ হাজার প্রতিষ্ঠান বন্ধ বন্ধ রেখে প্রতিবাদ জানায়। একই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার না হলে আগামী এক সাপ্তাহ তারা ঢাকার বাবু বাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে কোন মালামাল ক্রয় করবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন। চট্টগ্রাম ব্যুরো, ৯ এপ্রিল ২০১২
Ruby