মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

পদ্মা সেতু দুর্নীতির দায়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিএনপির

পদ্মা সেতু নির্মাণ বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে বলেছিলেন, বিশ্বব্যাংক দুর্নীতির প্রমাণ করুক। বিশ্বব্যাংক তদন্ত করে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ পেয়েছে। তাই দুর্নীতির দায় মাথায় নিয়ে শেখ হাসিনা ও তার সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি।
গত রোববার অনুষ্ঠিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার আলোচনা, সিদ্ধান্ত ও প্রস্তাবনা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল জানান, জাতীয় নির্বাহী কমিটির সভায় জাতীয় সংসদে ও বাইরে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে সেগুলো প্রত্যাহার এবং এ জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে জিয়াউর রহমানকে �স্বাধীনতার ঘোষক� হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে।
সভার অন্য এক প্রস্তাবে আইন শৃ�খলা পরিস্থিতির চরম অবনতি এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার তদন্ত ও খুনিদের গ্রেফতারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনেরও পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে চরম অর্থনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নির্বাহী কমিটি।
আসন্ন ডিসিসি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, ডিসিসি নির্দলীয় ও স্থানীয় সরকার নির্বাচন। সময় হলেই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তিনি বিএনপি নির্বাচনে ইভিএমের ব্যবহার মেনে নেবে না বলেও জানান।
সমুদ্র বিজয় সম্পর্কে সরকার বাড়াবাড়ি করছে বলে উল্লেখ করে মিথ্যা অপপ্রচার না চালিয়ে সমুদ্র বিজয়ে বাংলাদেশ কি কি পেয়েছে তা জনগণকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
৯টি নতুন ব্যাংক অনুমোদন সম্পর্কে মির্জা আলমগীর বলেন, সবগুলো নতুন ব্যাংকই পেয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং সবাই মহাজোটের। এক একটি ব্যাংকের অনুমোদন নিতে ৪০০ কোটি টাকা করে জমা দিতে হয়। এতো অল্প সময়ে তারা এতো টাকা কোথায় পেলেন প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, এতে প্রমাণিত হয়, উদ্যোক্তারা এ টাকা দুর্নীতি করে কামিয়েছেন এবং আরো দুর্নীতি করতে নতুন ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় সরকার ভারতকে একতরফা করিডোর প্রদান ও সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ না করায় তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে করা সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে।
খালেদা জিয়া ও তারেক জিয়ার নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিএনপির ১২ মার্চের মহাসমাবেশ ও ১৯ জানুয়ারির সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদানেরও নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।
মির্জা ফখরুল জানান, সভায় খালেদা জিয়ার অনমনীয় ও দুঃসাহসী নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।
উল্লেখ্য, রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা মিলনায়তনে দিনব্যাপী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব এবং উদ্বোধনী ও সমাপনী বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যসহ ৪ শতাধিক নির্বাহী সদস্য এবং সারা দেশের নেতারা সভায় অংশ নেন। (সূত্র-
এফএনএস)।
Ruby