শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

বাঘায় সালাম স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

undefined
undefined বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘার নারায়নপুর পদ্মার চরে সালাম স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কিংস এলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দূরন্ত ক্রিকেট একাদশ। সালাম স্মৃতি সংঘ ক্রীকেট টুর্নামেন্ট আয়োজিত নারায়নপুর পদ্মার চর মাঠে কিংস এলেভেন ও নারায়নপুর দূরন্ত ক্রীকেট একাদশ মধ্যে খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়। টসে জিতে কিংস এলেভেন অধিনায়ক রবিউল ইসলাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ ওভারে ৯২ রান করে অলআউট হয়ে যায় কিংস এলেভেন । দলের পক্ষে বিধান ২১, চপল ১৯, আশাদুল ১৫ রান করেন। দূরন্ত ক্রীকেট একাদশ ৯৩ রানের টার্গেটে ১৬.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের সর্বোচ্চ রান করেন কামাল ৩০, কিবরিয়া ২১, হাসান ২০। খেলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরুস্কার তুলে দেন উপজেলা আ�লীগ ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হাসান দুদু, বিশেষ অতিথি বাঘা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলার বিএনপি সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, পৌর বিএনপি সভাপতি কলিম উদ্দিন, নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা, রহমতুল্লাহ, আরিফুল, মুনসাদ মাহমুদ প্রমুখ। ওই ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কিবরিয়া, ম্যান অব দ্যা সিরিজ রবি নির্বাচিত হয়। খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন আহমেদ রঞ্জু, হাসান বাবলু। ধারাবিবরনিতে ছিলেন রাজশাহী বেতারের ধারাভাষ্যকার আবু হানিফ মিঞা। ওই টুর্নামেন্টে নক আউট ভিত্তিতে ৮টি দল অংশগ্রহন করে।
Ruby