রবিবার, ৮ এপ্রিল, ২০১২

নওগাঁয় বাংলাদেশ আরাফা সোসাইটির উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরন

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় বাংলাদেশ আরাফা সোসাইটির উদ্দোগে বিনা মূল্যে শতাধিক গরীব, অসোহায় ও দুস্ত রোগীকে চক্ষ্যু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপি নওগাঁ শহরের কাজির মোড়ে রি-ভিশন চক্ষ্যু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে বাংলাদেশ আরাফা সোসাইটি এর আয়োজন করে।

বাংলাদেশের স্বনাম ধন্য চক্ষ্যু বিশেষজ্ঞ ডা. মোঃ আবু জাফর শতাধিক রোগীকে চিকিৎসা সেবা এবং ২৪ জন রোগীকে বিনা মূল্যে চক্ষু অপারেশন ও ঔষধ প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান, সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন হাবিব, অর্থ-সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের, দপ্তর সম্পাদক আলহাজ্ব চৌধুরী নেওয়াজ হোসেন, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক রায়হান আলম এবং হাসপাতালের সত্বাধীকারী নাজমুল হুদা জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।#
Ruby