শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

সোনাতলায় কৃষকদের ইরি-বোরো ধান চাষে আগ্রহ কমেছে

গোলাম রব্বানী, সোনাতলা (বগুড়া) থেকেঃ গোটাদেশে তেল, সারসহ কৃষি উপকরণের দাম বেশী ও ধানের দাম কম হওয়ায় বগুড়ার সোনাতলা উপজেলায় কৃষকদের মাঝে ইরি-বোরো ধান চাষের আগ্রহ কমে গেছে। ধানের দাম কম ও ডিজেলের দাম বেশী হওয়ায় অন্যের জমিতে পানি দিতে চাচ্ছেনা শ্যালো মেশিন মালিকরা ।
কৃষকরা জানিয়েছে, ডিজেল, সার সহ কৃষি উপকরণের দাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারনে অনেক বীজতলা নষ্ট হয়েছে। এতে বৃদ্ধি পেয়েছে চারাবীজের দামও। কিন্তু বাড়েনি ধানের দাম। কৃষক হেলাল উদ্দিন জানান, এ সময়ে বাজারে প্রতি মণ ধানের দাম ৭’শ টাকার বেশী থাকার কথা  থাকলেও তা বিক্রি হচ্ছে ৫শ টাকায়। ইউরিয়া কিনতে হচ্ছে  ১ হাজার টাকা বস্তা। তাহলে ধান চাষ করে কি হবে ? তিনি আরও জানান, ধানের দাম কম ও তেলের দাম বেশী হওয়ায়  ডিজেল চালিত শ্যালো মেশিন মালিকরা অন্যের জমিতে পানি দিতে অপারগতা প্রাকাশ করছে। মেশিন মালিক মহিচরণ গ্রামের ইব্রাহিম খলিল জানান, ডিজেলের দাম বেশী ও ধানের দাম কম হওয়ায় অন্যের জমিতে পানি সেচ দেওয়ার আগ্রহ নেই। তবে জমির মালিকরা পানি দিতে অনুরোধ করছে।
Ruby