শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

হাসপাতালে বসে ক্লিনিক,ডায়াগনষ্টিকে রুগী পাঠালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে-আহাদ আলী সরকার

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেছেন হাসপাতালের চেয়ারে বসে কেউ কোন রুগী তাদের পছন্দের ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেন্টারে পাঠালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ক্লিনিক-ডায়াগনিষ্টক দালালদের হাসাপাতালে আসাও বন্ধ করতে হবে। সাধারণ মানুষ হাসপাতালে আসেন বিনামূল্যে তাদের স্বাস্থ্যসেবা নিতে তাই সেই সেবাটি নিশ্চিত করা এ হাসপাতালে কর্মরত সকলেরই দায়িত্ব। বৃহস্পতিবার রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালের ডাঃ নুরুল হক মিলনায়তনে নাটোর জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও প্রতিমন্ত্রী হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন রাখা ও চিকিৎসক সহ অন্যান্যদের সময় মত হাসপাতালে আসা এবং অফিস টাইম শেষে যাওয়া নিশ্চিত করতে সিভিল সার্জনকে নির্দেশ দেন। আহাদ আলী সরকার নাটোর আধুনিক সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন, ওটি রুম ও অন্যান্য সকল যন্ত্রপাতি সব সময় সচল রাখার পরামর্শ দেন। সভায় আরো বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোঃ জাফর উল্লাহ্, সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শিমুল, জেলা যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম রমজান, হাসপাতালের আরএমও ডাঃ আব্দুল গণি ও ডাঃ আসাদুজ্জামান টনি, নাটোর জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী, অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সাংবাদিক জালাল উদ্দিন এবং নাটোর জেলা স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের প্রতিনিধি মীর আব্দুর রাজ্জাক। 
Ruby