শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

নাটোরে ইয়াবা সহ ২দিনে গ্রেফতার ৫

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: লালপুরে মাদক ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চললেও এতদিন শুধু ফেনসিডিল,গাজা ও বাংলা মদ(চোলাই মদ) এর কথা শোনা যেত এখন তালিকায় যোগ হয়েছে বহুল আলোচিত ইয়াবাবা খ্যাত মাদক দ্রব্য ইয়াবা।যার প্রমাণ পাওয়া গেছে লালপুর থানা পুলিশের গত ২ দিনের অভিযানে ৩৩ পিচ ইয়াবা সহ ৫ জনকে গ্রেফতার মাধ্যমে।

গত ২৫ এপ্রিল বুধবার দুপুরে লালপুর উপজেলার বুধপাড়া গ্রাম থেকে পুলিশ ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে।আটককৃতরা হলো-উপজেলার বুধপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে আইয়ূব আলী ওরফে ডাবলু(৩৫),নারায়নপুর গ্রামের হাজী বাদশা মিয়ার ছেলে ইমাম মেহেদী ওরফে মনজু(৩০),পাবনা জেলার ইশ্বরদী পূর্ব টেংরী আম বাগানের নূর মোহাম্মদের ছেলে আবদুল আলী(২৩) ও মাজদিয়া মোল্লা পাড়ার মৃত লতিফ মোল্লার ছেলে মামুন(২৩)।এছাড়া গত ২৬এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে লালপুর মোড়ের হোন্ডা মেকার আনোয়ারের দোকানের পেছন থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের আকতার আলীর ছেলে জাকারিয়া হোসেন তোহিদ(২৭) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে লালপুর থানা পুলিশ। এ দুটি পুলিশি অভিযানের পর  মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা থেমে নেই বরং পূর্বের চেয়ে আরও বৃদ্ধি পাবে বলে সাধারণ জনগনের অভিমত।

এ ব্যপারে লালপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।সর্বস্তরের জনগনের সহযোগিতাা পেলে  নির্মূল অভিযান আরও বেগবান হবে।
Ruby